আগুন


জাহিদ হোসেন রনজু
---------------------®


সূর্য যেন আগুন জ্বালে
রৌদ্র তাপে শরীর পুড়ে,
তপ্ত হাওয়ার হলকা দাপট
বইছে আজি দেশটা জুড়ে।


আগুন, আগুন, আগুন জ্বলে
খাদ্যদ্রব্যের বাজার জুড়ে,
দ্রব্য মূল্যের উর্ধ্ব তাপে
নিম্ন আয়ের মানুষ পুড়ে।


আগুন, আগুন, আগুন লাগে
আগুন লেগে বাজার পুড়ে,
কেউ বুঝে না হঠাৎ কেন
ভূতের আগুন দেশটা জুড়ে।


লাগছে আগুন, লাগুক তবে
আগুন লাগুক বিবেক জুড়ে,
নষ্ট বিবেক যেথায় যত
আছে এবার যাক না পুড়ে।


-------------------------
৩ মে ২০২৩, মিরপুর, ঢাকা।