আমি


জাহিদ হোসেন রনজু
-------------------------------------®


জাহিদ হোসেন রনজু আমি
দিবাযামী
যাকে জাহিদ নামে পাওয়া যায় না খুঁজে
তবে রনজু নামে পাওয়া যায় চোখ বুঁজে
রনজু নামেই চিনে
তবে সবাই না,
যারা তারে চিনে এবং জানে।


আর আপনারা
সুজন যারা
তাদেরকে স্মরি
'তাল সোনাপুরের তালেব মাস্টার'-এর মতই বলি-
"নাম শুনেই চিনবেন
এমন দাবী আমি কেমন করে করি।"


গড়পড়তা চেহারা- দোহারা।
আর রঙটা?
কালোই বলা ভাল।
কালো?
কিন্তু মানে না সেটি এই মন।
তাই সান্ত্বনা পেতে বলি- শ্যামল বরণ।
মেয়েটা আমার ছোটবেলায় বলত-'এ্যাশ কালার।'
কালো বলতে আপত্তি ছিল ভীষণই তার।
বাবা তার কালো
শুনতে লাগতো না হয়ত ভাল
তাই সে এ শব্দটি বেছে নিয়েছিলো।


মুখমন্ডলটা এমন
অনেকটা তেমন
দেখলেই মনে হয় - " চিনি উহারে"।
                                ( আহা রে ! )
সবখানে দেখা যায় চেহারাটা এমন
আর দশটা বাঙালিরই মতন।


নিম্ন-মধ্যবিত্ত নামের এমন জগতে বসত
এমনই মানব-
যাদের অর্ধেক সৃষ্টিকর্তা চালায়
আর অর্ধেক চলে নিজের চেষ্টায়।
গড়িয়ে গড়িয়ে চলা।
যায় যাকে বলা-
"এ বাঁচাতো বাঁচা নয়
               এঁটো পাতা চাটা,
  মাটিতে উপর হয়ে
                বুক দিয়ে হাটা।"
                  (আল্ হামদুল্লিলাহ)
তবে আল্লাহতা'ল্লাহ
বুদ্ধিটা দিয়েছিলেন
বোকা আর বুদ্ধিমানে মিশায়ে যেন
তাই ভালবাসা জুটলো অনেক
অর্থ জুটলো না তেমন
জুটলো কোন রকম
ভদ্রতাটুকু রাখা যায় এমন।


তাই ভালবাসাটুকু নিয়ে
অন্যকে তা দিয়ে
ভাল মন্দের সাথে
ভবিতব্যের পথে
চলছে আমার জীবন
নিয়ে আপন জন
বন্ধু স্বজন
পরিবার পরিজন।


এই তো আমি
জন্মস্থান এই বঙ্গ ভূমি
বাংলাদেশ
আমার প্রিয় স্বদেশ।


-------------------------------------
২৬ জুলাই ২০১৬, ঢাকা )