আপসোস
জাহিদ হোসেন রনজু
-------------------------------®
সকালে আপসোস হয়
রাতে দেখা কিছু কিছু স্বপ্নের জন্য
জেগে উঠার পর অস্পষ্ট হয়ে যাওয়া
ভাসা ভাসা
অথচ
হৃদয়কে আচ্ছন্ন করে রাখা
সেই সব স্বপ্নের জন্য
আপসোস হয় আমার, খুব
রোদসী
তুমি আপসোস আমার- সেই সব স্বপ্নের মতন
এবং খুব
-------------------------------------
১৮ আগস্ট ২০১৯, মিরপুর, ঢাকা।