ভাটার স্রোতে নাও


জাহিদ হোসেন রনজু
----------------------------------®


এখন সময় অন্য রকম, ভাটার স্রোতে নাও
যাচ্ছে খুঁজে অস্তাচলের অচিন কোন গাও।
বাসন্তী রাত, শরৎ শিশির, পাখির কলতান
যাচ্ছে হারায় ঊষর চরে যৌবনেরই গান।


টগবগানো রক্ত নদী, ফুল ফুটানো প্রাণ
কণ্ঠে থাকা ব্রজধ্বণি আজকে ম্রিয়মাণ।
দিন বদলের স্বপ্ন মাখা মশাল ধরা হাত
আজ দ্বিধাময় দীপ্ত পায়ের ক্ষিপ্র অভিঘাত।


হাজার কলির গন্ধে মাতাল উতালপাতাল মন
আজ উদাসীন, ধূসর এখন নকশীকাঁথার বন।
মনের মাঝে হয় না সৃজন ডাহুক ডাকা নীড়
ধারাপাতের শেষের ধাপে জীবনটা স্থির।


এখন শুধু মনকে রাঙায় অতীত দিনের ধূপ
মাঝে মাঝে চোখে ভাসে অচিন দ্বীপের রূপ।
চিত্রনাট্যের শেষের অঙ্ক ধূম্রজালের ঘর
মনের ভিতর প্রশ্ন কেমন সেই সে চরাচর?


----------------------------------
১৩ জানুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা।