বাংলা কবিতা আন্তর্জাতিক কাব্য বাসর ও কবি সম্মিলন ২০২৩


জাহিদ হোসেন রনজু
----------------------------------------®


ঐ জেগেছে বাংলা ভাষার কাব্য প্রেমী মানুষ সব
ত্রিপুরারই আগরতলা প্রাণোচ্ছ্বাসে তাই সরব।
তেরই আগস্ট দুহাজার তেইশ রবিবার দিন ভোর বেলায়
বসছে আসর কাব্য বাসর সম্প্রীতি, ভালবাসায়।


এপার বাংলা, ওপার বাংলার অর্ধশত কাব্যকার
মিলছে মেলায়, কাব্য সুধায় বাঁধতে প্রাণ বেশুমার।
বাংলাদেশী, ভারতীয়, নয় কেহ সব বাঙালি
প্রাণের সাথে প্রাণ মিলিয়ে একই তালে দেয় তালি।


বাজছে ভেরি, ডঙ্কা ধ্বনি প্রাণের কাব্য উৎসবের
শুনতে কি পাও প্রাণস্পন্দন বাংলা কাব্যের প্রেমিকদের?
কানটি পাতো, শুনতে পাবে সকল প্রাণের স্পন্দন
দেখতে পাবে গড়ছে তারা সৌহার্দ্যতার মেলবন্ধন।


ধরায় যখন পিশাচ,শকুন খুবলে খাচ্ছে সম্প্রীতি
সাম্প্রদায়িক বিষানলে জ্বলছে যখন রাজনীতি
যখন বিবেক থমকে আছে, খুঁজছে ফিরে আলোর পথ
সেই আকালে হোক এ আসর নব দিনের মুক্তি রথ।


আকাশ, বাতাস উঠুক কেঁপে, ধ্বনিত হোক এ আওয়াজ
মানবো না আর বিভেদ নীতি, পালাও এবার ফন্দিবাজ।
'ধর্ম যার যার, সমাজ সবার'-এই শ্লোগানই মূলমন্ত্র
হোক আজিকে এই আসরের, রুখতে সব ষড়যন্ত্র।


ধ্বনিত হোক সকল কাব্যে প্রতিবাদের বজ্র সুর
জাগুক বিবেক, লাগুক আগুন, মরুক পুড়ে সব অসুর।
মানবতার আলোক ধারায় হাসুক আসর গৌরবে
সকল কবির ঋদ্ধ কাব্যে ভরুক আসর সৌরভে।।


----------------------------------------
২৫ জুলাই ২০২৩, মিরপুর, ঢাকা।