বিধুর


জাহিদ হোসেন রনজু
-----------------------------®


আর পারছি না নিতে দুঃসংবাদ
শুনে শুনে দেহ-মনে তিক্ত অবসাদ
জমাট বাঁধছে রোজ ভয়ঙ্কররূপে
চারিপাশ একাকার মৃত্যুগন্ধধূপে।


কাঁহাতক ভাললাগে, কত যায় শোনা
এত মানুষের মৃত্যু কত যায় গোণা।
কত আর অশ্রু ধরে ক্ষুদ্র চক্ষু নদী
শুষ্ক প্রায় গঙ্গা তবু বহে নিরবধি।


ফেটে যায় বক্ষখানি মৃত্যু সংবাদে
দুই চোখে রাত্রি নামে গভীর বিষাদে।
চারিদিকে হাহাকার সকরুণ সুর
যেদিকে তাকাই মুখ আতঙ্কে বিধুর।


--------------------------------
৬ মে ২০২১, মিরপুর, ঢাকা