একই যাত্রীর দুইটি তরী


জাহিদ হোসেন রনজু
--------------------------------------®


দুইটি তরী একই যাত্রীর জীবনের পরিসীমায়
একটি চলে জোয়ারের স্রোতে, আরেকটি ভাসে ভাটায়।


জীবনের যত প্রেম-প্রীতি আর স্নেহ-ভালবাসা নিয়ে
ঝর্ণা সৃজিতে পাথরের বুকে গাইতি-শাবল-হাতুরি চালিয়ে
এসে থামে মধ্য গগনে জোয়ারের তরীখানি
তারপর তাকে নেয় তুলে নেয় ভাটার নৌকা টানি।


যায় চলে যায় ভাটার তরী আপন স্রোতে ভেসে
অলস যাত্রী একাকী বেড়ায় স্মৃতির পাতার দেশে।
একটু একটু করে তার নিঃশেষ হয় সঞ্চিত সঞ্চয়
দূর থেকে দূরে সরে সরে যায় চেনাজানা লোকালয়।


সময় হারায় নিয়মের স্রোতে, নৌকা চলে সাথে
যাত্রীকে ঠিক নামিয়ে দেয় তার অন্তিম সীমানাতে।
উঠে নাতো  যাত্রী নিজের ইচ্ছায় কোন তরণীতেই এসে
ইচ্ছে অনিচ্ছের কোন দাম নেই জীবনের শুরু আর শেষে।


------------------------------------------
২৮ নভেম্বর ২০২১, মিরপুর, ঢাকা