হবো রাজহাঁস


জাহিদ হোসেন রনজু
----------------------------®


বহুদিন, বহুকাল হয়ে গেল যেন
স্পর্শ পায়নি রোদসী তোমার।
জানি না
কত দিন পার হলে আবার
তোমার স্পর্শে পাবো জোছনার সন্ধান।
সেদিন
তুমি আর আমি দেখো কুড়াবো
হারানো দিবসের সবটুকু উত্তাপ।
সবটুকু, সব।


বহুদিন সাগরের জলে ভেসে ভেসে
ক্লান্ত ক্ষুধার্ত নাবিক চাইছে নোঙর।
শ্রান্তি নিবারণে চাই সবুজ জমিন।


তুমি, রোদসী আমার - এপার-ওপার
আঁচলের ভাজে ভাজে কুসুমের ওম
সযতনে রেখো ধরে।
বহুদিন পরে
দীঘির শীতল জলে হবো রাজহাঁস।


ব্যঙ্গমা-ব্যঙ্গমী সব তাড়িয়ে আকাশে
নীতিকথা, উপদেশ- সমস্ত, যা কিছু
চাঁপা দিয়ে সেই দূর প্রাচীন শহরে
মহেঞ্জোদারোর কোলে মাটির কোটরে
তারপর কথা কবো,
কথা হবো দেখো
উড়ন্ত হাঁসের বুকে, ডানায় ডানায়
তুমি আর আমি শুধু, আর কেহ নয়


তুমি, রোদসী আমার- এপার-ওপার
আঁচলের ভাজে ভাজে কুসুমের ওম
সযতনে রেখো ধরে।
বহুদিন পরে
দীঘির শীতল জলে হবো রাজহাঁস।


--------------------------------
৫ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা।