মানসিক বিবর্তন


জাহিদ হোসেন রনজু
------------------------------------®


মস্তিষ্কের নিউরনে প্রতি ক্ষণে ক্ষণে
জমা হচ্ছে বাক্যগুচ্ছ এমন
শিরায়, মগজে, গ্রন্থিতে, মনে দৃঢ়তর হচ্ছে
একটু একটু করে -'একা থাকা ভাল'


হীরক রাজার মত মগজ ধোলাই
করছে নিভৃতে আজ এই ক্রান্তিকাল


ভয়াবহ মানসিক বিবর্তন ঘটে যাচ্ছে
বালক, কিশোর, যুবকের
মনে, মস্তিষ্কে, মননে, বোধে
অলক্ষ্যে, নিভৃতে


ভয়-শংকা-আতঙ্ক কেড়ে নিচ্ছে ধীরে
মানুষের প্রতি মানুষের সহমর্মিতার সবটুকু আলো, সব;
এই দুঃসময়


স্বতঃসিদ্ধ, মানুষ অভ্যাসের দাস;
প্রভাব তাইতো এর সুদূরপ্রসারী


আগামী দেখবে ধস মানবিকতার;
একলা চলার নীতি আরো জোরেশোরে
আগামীর পৃথিবীকে নিবে কোন পথে?


----------------------------------
১১ জুন ২০২০, মিরপুর, ঢাকা।