মন্তব্য


জাহিদ হোসেন রনজু
-----------------------------®


লিখছি কবিতা লিখছি অশেষ
বলছে সকলে বলছে যে বেশ।
মন্তব্য করছে অজস্র অনেক
একশ, দুইশ নয় শ'তিনেক।
কিন্তু এ জানো কি মন্তব্য সবার
কিভাবে আসছে কাব্যতে আমার?


অজস্র মন্তব্য সহজ পাওয়া
অজস্র কবির কাছেতে যাওয়া
যে যত মন্তব্য করবে পাতায়
ততই মন্তব্য আসবে খাতায়।
ভাল কি তা মন্দ, নয় যে বিবেচ্য
লিখেন কবিরা দায়েতে সে বাচ্য।
করেছি মন্তব্য তার কবিতায়
না করে মন্তব্য নাই যে উপায়।
হোক সে কবিতা না হোক তেমন
করলে মন্তব্য জুটবে এমন-
সুন্দর, অনন্য, আবেশিত বেশ
আপ্লুত, মুগ্ধতা- মন্তব্য অশেষ।


অশেষ বিস্ময়ে বিমূঢ় অন্তর
আমার চেয়েও অধিক সুন্দর
অনেক কবিতা পাইনি সম্মান
এসেছে মন্তব্য নগণ্য সমান।
মন্তব্য করেছি, পেয়েছি তাই তো
করেনি মন্তব্য, সে কবি হয়তো
তাই সে পাইনি যথার্থ সম্মান
এ নয় যে তার, কাব্য অসম্মান।


অধিক মন্তব্য পেয়ে যে পাতায়
ভাবো না মন যে উঠবো চূঁড়ায়
ভেবো না হয়েছো বনেদী লেখক
হয়ো না পিঁপড়ে গজায়ে পালক।
মন্তব্য তোমাকে করেছে মহান
ভাবলে সে হবে বোকার সমান।
সে জন্য মনকে প্রতিদিন বলি
ছন্দতে, মাত্রাতে রাখবে যে মিল।
কতটা মন্তব্য এসেছে পাতায়
তা নিয়ে ভেবো না কেঁদো না ব্যথায়।


-------------------------------
২৯ জুন, বাস, খুলনা টু কয়রা।