মৃত্যু সময়


জাহিদ হোসেন রনজু
-----------------------®


জন্মিলে ভবে
মরণ হবে
অমোঘ, নিশ্চিত।
কখন, কবে
মৃত্যুটা হবে
সেটি অনিশ্চিত।


ক্ষত-বিক্ষত
জান অক্ষত
বহুকাল ধরে,
সুস্থ-সবল
হঠাৎ বিকল
আগে যায় মরে।


রহস্যময়
মৃত্যু সময়
কেউ জানে না তা।
সবে অজ্ঞাত
শুধুই জ্ঞাত
সর্বজ্ঞ বিধাতা।


----------------------------
২৪ নভেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা।


(চারুলতা কবি ড. শাহানারা মশিউর-এর 'অন্তিম যাত্রার টিকিট' কবিতাটি পড়ে এই কবিতাটি লেখা। কৃতজ্ঞতা রইল শ্রদ্বেয় কবির প্রতি। অবশ্য তিনি কবিতার ভাব চুরির অভিযোগ আনলে আমি মাথা পেতে নিবো।)