নিরঞ্জন সমর্পণ


জাহিদ হোসেন রনজু
--------------------------------------®


আমি আবাহনেও নেই, নেই বিসর্জনে
আমি চলি নদীর মতন বয়ে আপনার মনে।
আমার চলার পথে, জলে যে আসে অবগাহনে
আমি তারই সাথে জড়াই বাঁধনে।
সময়কে রাখি মুখরিত কলস্বনে
শেষে যে যার পথে তার প্রয়োজনে।


আমি আপনার মনে ঘুরে বেড়াই-
যেমন ইচ্ছে হলে যাই
কাশফুল, ঝাউবন নদীটির তীরে
ভরা পূর্ণিমা ভাদরে জোছনার ভিড়ে।
ওদেরও আবাহন নেই, নেই বিসর্জন
নিঃস্বার্থ বিতরণ,
সমর্পণ
কোন ছায়া ফেলে না ওদের মনে আমার প্রস্থান
কিংবা আগমন।


আমিও আমার আপনার মতন
আমার যতটুকু প্রয়োজন
ততটুকু নিয়ে
ফিরে আসি আমার যা দেয়ার তার সবটুকু দিয়ে।।


তুমি আসতেও পারো, আবার
চলেও যেতে পারো ইচ্ছেতে তোমার


নাই আবাহন............নাই বিসর্জন
তোমার....আমার, শুধু আছে নিরঞ্জন সমর্পণ।।


--------------------------------------
১ আগস্ট ২০২৩, মিরপুর, ঢাকা।