আগামী ২৮ এপ্রিল'২০১৮ কোলকাতায় অনুষ্ঠিতব্য বাংলা কবিতার কবিদের মিলন মেলার আয়োজক ও যোগদানকারী কবিদের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। স্ববশরীরে উপস্থিত থাকতে না পারলেও মনে মনে থাকবো আপনাদের সাথে।
কবিতার এই মিলন মেলা উপলক্ষে আমার লিখিত একটি লেখা (উদ্বোধনী/সমাপনী পরিবেশনা)
নিবেদন করছি।


ঐ এলো, এলো সব
জাহিদ হোসেন রনজু
------------------------------


ঐ এলো এলো সব, এলো সাথী বন্ধু
ছোট ছোট নদী আজ মিলে মহাসিন্ধু
ঐ এলো এলো সব এলো সাথী বন্ধু।


নিয়ে এলো সকলে হাসি-খুশি ভরা মন
নিয়ে এলো সাথে করে সম্প্রীতি বন্ধন
জ্বলে যেন আজ শত তারা আলো বিন্দু।
ছোট ছোট নদী আজ মিলে মহাসিন্ধু।


মননে মানবতা-সমতা-প্রতীতি
বুকে নিয়ে সকলে ভালবাসা-প্রীতি
মিলেছি আজ এক সাথে মোরা কবি বন্ধু।
জ্বলে যেন আজ শত তারা আলো বিন্দু।


যেখানেতেই অবিচার
বিভেদ আর অনাচার
কবিতা সেথা হবে প্রতিবাদ হাতিয়ার
আজিকের এ বাসরে
কবিতার এ আসরে
হাতে হাত রেখে চলো গড়ি ঐক্য বন্ধু।
ছোট ছোট নদী হই মিলে মহাসিন্ধু।
-------------------------------------
২৬ এপ্রিল, ২০১৮, খুলনা, বাংলাদেশ।


সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং মিলন মেলা সাফল্য মন্ডিত হোক এই কামনা করছি।