অমীমাংসিত ধ্রুব সত্য


জাহিদ হোসেন রনজু
---------------------------------------®


তুমি আমি বর্তমান হাঁটি চলি খাই
তারপরো বলো কেন সৃষ্টিকর্তা নাই?
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা-বায়ু-আলো-জল
থাকে যদি তবে কেন মিছে কোলাহল-
প্রভু বলে কিছু নাই, প্রকৃতির দান।
জেনে রাখো প্রকৃতিও তার অবদান।


বাতাস না যায় দেখা তবু বিদ্যমান
ধরা ছোঁয়া নাহি যায় নীল আসমান।
যে নিঃশ্বাসে তুমিও সদা বেঁচে থাকো
সেটা যদি সত্যি হয় তবে জেনে রাখো
কায়াহীন, ছায়াহীন পরাক্রম ঋত
তিনি প্রভু নিরাকার সতত শ্বাশত।


অনন্ত সময় কাল নাহি পরিমাপ
কবে শুরু, কবে শেষ, মিছে পরিতাপ।
কোথা থেকে শুরু হলো কোথায় বা শেষ
এই বিশাল ব্রহ্মাণ্ড অনন্ত অশেষ।
তবুও এসব সত্য অবোধ্য হলেও
তেমনই স্রষ্টা সত্য দেখা না গেলেও।


কী রূপে বিরাজমান? কী তাঁর আকার?
নর নাকি নারী তিনি? কী তাঁর বাহার?
কোথায়, কীভাবে, কবে সৃষ্টি হলো তাঁর?
যুগে যুগে জনে জনে এ প্রশ্ন অপার।
অমীমাংসিত প্রশ্ন, ব্যাকুল হৃদয়
অজর বিধাতা তবু সত্য সুনিশ্চয়।


----------------------------------------
২৭ মে ২০১৯, মিরপুর, ঢাকা।


(শ্রদ্ধেয় কবিবর রহমান মুজিব মহাশয়ের 'তাঁর শানে' কবিতার মন্তব্যের ঘরে করা মন্তব্যের পরিবর্ধিত রূপ এই কবিতা। কবিতাটি কবিকেই উৎসর্গ করছি।)