রবো আমি চল্লিশেতেই


জাহিদ হোসেন রনজু।
-------------------------------------------®


এমন কি আর হবে,
চল্লিশের পা ফসকে যেয়ে
                  বিশের 'পরে রবে?


হয় যদি বা তেমন
আমিও কি বদলে যাবো
              থাকবো নাকো এমন?


চিনবো নাকো শেষে
এখন যারা আপন হয়ে
                 আছে জীবন ঘেঁষে?


এই যদি বা ঘটে
আমি কি ফের ফুলের পিছে
                    যাবো প্রেমের তটে?


খুঁজবো বসে আবার
রাত্রী জেগে ফেসবুকে কি
                  মিষ্টি প্রিয়া আমার?


যদি বা এমন হয়
ভুলে গেছি তোমায় আমি,
              আর তো প্রেয়সী নয়।


যখন ভালবেসে
বলবে তুমি-' এই যে আমি'
                  বসবে পাশে এসে।


চিনবো নাকো তাকে
মুখ ফিরিয়ে চলে যাবো
                   অচিনপুরের বাঁকে।


খুঁজবে তুমি অনেক
পাবে নাকো আমায় তো আর
                    হয়ে গেছি 'সাবেক'।


কেমন মজা তবে
এই বুড়োকে তখন সবাই
                    'এই ছেলেটি' কবে।


ওমা, কাঁদছো? সেকি!
ভাবলে বুঝি তোমার প্রিয়
                     হারায় গেল দেখি।


তাই কি কখনো হয়
আমি রবো চল্লিশেতেই
                    তোমারই ভুবনময়।


---------------------------------------------
৬ মার্চ ২০১৬, মানিকগঞ্জ