রূপালি ইলিশ


জাহিদ হোসেন রনজু
----------------------------®


চকচকে দেহখানি, ঝলমলে রূপ
মুগ্ধ নয়ন যেমন, হৃদয় তদ্রূপ।
দেহে তার খেলে সদা রূপালি ঝলক
ষোড়শী রূপসী যেন, পড়ে না পলক।


ঘ্রাণে, স্বাদে সর্বদাই তুলনা বিহীন
পেলে তাকে হয়ে যায় ভোজন রঙিন।
ভাজা হোক, ঝোলে হোক, সর্ষের বাটায়
খেলে তাকে ভরে প্রাণ অমৃত সুধায়।


নববর্ষ উৎসবে, অতিথির ভোজে
রাখতে ব্যঞ্জনে তাকে সকলেই খোঁজে।
রসনা মেটাতে তার জুড়ি মেলা ভার
একবার খেলে মন চায় বারবার।


সকল মাছের রাজা রূপে, স্বাদে, ঘ্রাণে
খেয়ে সুখ অনাবিল সকলের প্রাণে।
খাবারের পাতে তাকে চায় অহর্নিশ
রূপে-গুণে অপরূপ রূপালি ইলিশ।


-------------------------------
২৮ জুলাই ২০২৩, গল্লামারী, খুলনা।