সব্যসাচী


জাহিদ হোসেন রনজু
--------------------------------------®


হে কবি
হে সব্যসাচী,
বাতাসে কান পাতলে আজো
তোমার "পায়ের আওয়াজ পাওয়া যায়"।
'পরাণের গহীন ভিতর' আজো তোমার স্মৃতিরা ঘুরে বেড়ায়।


তবে কিছুই পরিবর্তন হয়নি তেমন
এদেশকে তুমি চেয়ে ছিলে যেমন।
আসেনিকো 'অনুপম দিন'
'ধ্বংস স্তূপে কবি ও নগর',
এ যেন এক 'দেয়ালের দেশ'
হারিয়ে যাচ্ছে সবুজ প্রান্তর।


এখন 'এক মহিলার ছবি'- 'আয়না বিবির পালা',
চলছে 'বিরতিহীন উৎসব'- 'খেলারাম খেলে যা'।
এগুলো একান্ত 'নিজস্ব বিষয়', নিষিদ্ধ জবান,
এখানে 'অপর পুরুষ' 'ত্রাহী' মধুসূদন- 'নিষিদ্ধ লোবান'।


'অন্তর্গত' চেতনার অভাবে স্তব 'গণ নাটক'
'রক্ত গোলাপ' ফুটে না এখন, ঘুরে বরাহের দল
'রজ্জু পথে চলছি'- আমরা, আমাদের দেশ
এ বড় 'অচেনা', অজানা 'বাংলার মাটি, বাংলার জল'।


'একদা এক রাজ্যে', এই বাংলাদেশে
                   হতো 'শুদ্ধতার অনুবাদ',
'এখানে এখন' 'ঈর্ষা', 'নীল দংশন'
              'আনন্দের মৃত্যু', দুঃসংবাদ।


বাংলাদেশ- 'নির্বাসিতা' 'এক মুঠো জন্মভুমি'
যেন আজ  'প্রাচীন বংশের নিঃস্ব সন্তান',
'হৃৎ কমলের টানে'  'আলোর জন্য' আজ
'সীমানা ছাড়িয়ে' 'কাননে কাননে তোমারই সন্ধানে'- তারই সন্ধান।


সব্যসাচী,
'তুমি সেই তরবারি'- 'এক যুবকের ছায়াপথ'
       'কয়েকটি মানুষের সোনালী যৌবন',
'না যেয়ো না', ভুলে যেয়ো না তুৃমি
আমিও ভুলবো না তোমায়,
         তোমার 'নুরুল দীনের সারা জীবন'।
------------------------------------
২৭ মে ২০১৭, মিরপুর, ঢাকা।


( আজ বাংলা সাহিত্যের অন্যতম কবি, সাহিত্যিক, প্রথিতযশা গীতিকার প্রয়াত সৈয়দ শামসুল হক-এর জন্মদিন। সেই ক্ষণজন্মা  সৈয়দ শামসুল হক স্মরণে, তাঁর লেখা ৩৭টি গ্রন্থের নামসমূহ দিয়ে সাজানো হয়েছে কবিতাটি।)