শীতের সকাল


জাহিদ হোসেন রনজু
-------------------®


ঘাসের ডগায়
শিশির কণায়
রোদের ঝিলিক,
ভাসছে মধুর
নিকট, সুদূর
পাখির লিরিক।


শীতের কুসুম
ঝরছে নিঝুম
ঘাস বিছানায়,
রবির কিরণ
ধুসর বরণ
কুজঝোটিকায় ।


হিম সমীরণ
জাগায় কাঁপন
গাছের পাতায়,
ঝরছে এবার
আসবে আবার
সজীব জামায়।


খেজুর রসের
নলেন গুড়ের
সুভাস ছড়ায়,
মুড়কি পায়েস
ছড়ায় আবেশ
বাসায়, পাড়ায়।


তিল-সরিষার
রঙিন বাহার
পীত গালিচায়,
লাগায় নাচন
শীতল পবন
সরষে ডগায়।


হিমেল কামড়
জড়ায় চাদর
বিহান বেলায়,
জটলা পাকায়
খড়ের নাড়ায়
আগুন পোহায়।


নানান রকম
শীতল, গরম
পিঠার সুঘ্রাণ,
জমছে পার্বণ
মিলছে সুজন
ভরছে পরাণ।


-------------------
১৪ জানুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা


স্বরবৃত্ত ছন্দ       : মাত্রা ২+২
মাত্রাবৃত্ত ছন্দ     : মাত্রা ৩+৩
অক্ষরবৃত্ত ছন্দ   : মাত্রা ৩+৩