ভালবাসার মৃত্যু


জাহিদ হোসেন রনজু
--------------------------------®


আজ তার মৃত্যু হলো;


বড় ভাল ছিল
এতটুকু মালিন্য ছিল না কোথাও
ছিল না কোন অর্থ-বিত্ত লোভ
নিরাহংকারী ছিল এতটিকাল; বহুদিন


সে ছিল-
পূর্ণিমার চাঁদের মত
প্রস্ফুটিত পুষ্পের মত
স্নিগ্ধ দখিনা মলয়ের মত
শীতের রাতে নকশীকাঁথার আদরের মত


সেই কবে;পনেরটি বসন্ত গত
যৌবনের উঠোনে জ্যোৎস্নার ঝিকিমিকি
সেই কালে; কোন এক বিকালে
মিষ্টি এক বালিকাকে দেখেছিল; এসেছিল
তারপর লাউয়ের ডগার মত লকলকিয়ে বেড়ে উঠা
শাঁখা পল্লব ছড়িয়ে আঁকড়ে পড়ে থাকা
সেই বালিকাকে ভালবেসে,বিশ্বাস করে
আমার হৃদয়ে;


বড্ড ভালবেসেছিল সে- সেই বালিকাকে
কত নামে ডাকতো তাকে
রোদসী,
বনলতা সেন,
সুরঞ্জনা,
মাধবীলতা,
লাবণ্য
কত কত নামে....


এতটুকু কার্পণ্য ছিল না কোথাও;


এমন করে সে পনেরটি বসন্ত ভালবেসে গেছে
দিয়ে গেছে আমাকে- অনেক জোছনা রাত
মধুময় দিন
মিষ্টি প্রহর


আজ তার মৃত্যু হলো-


সেই বালিকা-
যে নামেই ডাকো না তাকে
লাবণ্য,
রোদসী,
সুরঞ্জনা,
মাধবীলতা
অথবা
বনলতা সেন-
সে চলে গেল আজ অন্য নীড়ে
তাই তারও মৃত্যু হলো আজ; কিছুক্ষণ আগে


মৃত্যু হলো তার-
আমার প্রেম; আমার ভালবাসার।


---------------------------------------
১০ এপ্রিল, ২০১৮, মিরপুর, ঢাকা।