শ্রেণীভেদ বিভাজন রঙে আয়োজন,
কোথায় মানুষ আজ কোথায় সুজন।
চোরাবালি মানবতা রূপেতে বেহুঁশ,
চোখ মুদে নীতিকথা নেই তবু হুঁশ।
পূঁজিপতি ধর্মনীতি আত্মজ আকড়ি,
নেশাঘোর আগামীর হরদম ছড়ি।
নীতি শিক্ষা নৈতিকতা বাজারের পণ্য,
চলছে কোথায় জাতি আদর্শ নগণ্য।


বেশুমার কারবার হচ্ছে যে ধ্বংস,
বাঁচাও মানব জাতি আগামী বংশ।
কত শত পুঁজি চাই বিলাসী সম্ভার,
ক্ষুদ্র এ জীবনে আর কত দরকার।
খোল হাল ধর পাল আগামী বাঁচাতে,
নীতিকথা নৈতিকতা মনের আশাতে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৮ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/১৪ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরী/২১ জানুয়ারি ২০১৯ খ্রীষ্টাব্দ।