পরিশ্রান্ত নাবিকের প্রত্যাশা ও প্রাপ্তি
না হয় হরণ কালো অমানিশা রাত্রি,
তবুও আশায় বুক বাঁধে বারংবার
স্বপ্নটাকে আগামীর তরে আনবার!
শুভ আশে মনাকাশে খোঁজে বনহুর
উজ্জ্বল ঐ আগামী সে আর কতদূর!
দুদণ্ড শান্তির খোঁজে বনলতা সেন
আহুত চাতক মরু-ঝড় লেনদেন।


ভাঙে পাড় দিবানিশি চাঁদ খেয়ে থাকা
এই বুঝি বায়ু বয় অন্ত মিলে ঢাকা,
আঁধারের ফাঁক গলে রবিকর আলো
গায়ে মাখি প্রেমাদর তব সুধা ঢাল!
তোমাতে অপেক্ষা মন বসন্ত বাতাসে
ভালবাসা এ শহরে মম প্রিয়া আশে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ/১৯ মহররম ১৪৪২ হিজরি/০৮ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।