ঘুমাসনে আর অভিমানী বাছা ওরে,
দেখ'না মা তোর একটু নজর ফিরে।
সভ্য শয়তান মানবতা খাচ্ছে গিলে,
বাঁচাব কোথায় অনাদরী মরা বিলে।
বিজ্ঞ হায়েনা পরিমলের কত রূপ,
লাজুক সভ্যতা মানবতা যায় চুপ।
জয়গান দূর্ণীতির যাচ্ছে কোথা দেশ,
অরিত্রী ঝরে তবুও আয়েশী আবেশ।


কত ব্যথা সয়ে বুকেতে জমান ক্ষত,
আসবে চেতন কত কলি হলে গত।
হারিয়েই খুঁজি প্রিয় না ফেরার যাত্রী,
আস'না ফিরে মোর প্রিয় অরিত্রী।
চাই'না আর শুন্য কোন মায়ের কোল,
মা-ডাক বাছা শুনিনা সে মধুর বোল।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/২৭ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/০৬ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।