বাবার অতি সখের ছিল
আরজু এবং পাখি
সেই যে কবে মুদেছিল
ভালবাসার আঁখি।


সকল ভালবাসার এক
শক্তি ছিল বাবা
মোদের কাছে ছিল যেন
অনন্ত এক কা'বা।


হেথায় হোথায় সকল জায়গায়
খুঁজি বাবার মুখ
লক্ষ ভীড়ের মাঝেও যদি
পাই বা একটু সুখ!


হারিয়ে গেল সেই যে বাবা
হারিয়ে গেল সব
নতুন দিনের আগমনে
নতুন কলরব।


জীবনটাকে এমন করে
দিচ্ছি যে পার করে
ফেলে যাওয়া বাবার সাথী
মায়ের আঁচল ধরে।


ভালবাসি বাবা তোমায়
ভালবাসি মা
স্বর্গ যে তুমি মোদের
যেতে দেব না।