ইচ্ছেরা ভেসে যায় অজানা হতাশায়,
নীড়হারা পাখি উড়ে নীড়ের আশায়।
বেদনার চোরাবালি ভেঙ্গে যায় কুল,
অভাগা আগামী আজ ঝড়া কাশফুল।
মিছে আশা ভালবাসা প্রেমিকার সনে,
পল্লবহেরী তরুশাখে ঐ নিপোবনে।
অলিকের পিছে ছুটি মরিচিকা সম,
তবু বাঁচা স্বপ্ন বাসা অন্তরাত্মা মম।


জন্ম জন্মান্তরে চলে অসীমের খেলা,
মেলেনা হিসাব তার বয়ে যায় বেলা।
তবু আশে দিন গুনি আসবে সুদিন,
ভালবাসা মোহে খুঁজি আশা অমলিন।
তুমি আমি ভালবেসে গড়ব ভূবন,
সবে মিলে সুখে বাস আগামী জীবন।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৯ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/০২ মহররম ১৪৩৯ হিজরী/১৩ সেপ্টেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com