সুমিতা বলো তুমি নেবে কি আমায়,
ঢের হলো স্বপ্ন-ভঙ্গ কে আর থামায়!
ধুলা জমা চৌকাঠে জীবনের এ ঘোর,
ভাঁপের কোটরে দম রাত কিবা ভোর!


পাখির নীড়ের মত সযতনে আশা,
কতশত স্মৃতি মনে স্বপ্ন ভালোবাসা।
নাই যদি পারো কেন জ্বালো দ্বীপশিখা
এই বুঝি আশা ঝড়ে ধুধু মরীচিকা!


ওই নীল নীলান্তে অসীমের ছায়,
যেখানে মেঘ ছোয় পাহাড় চূড়ায়।
যদি পার, পাখির ডানায় করে ভর,
চলো চলে যাই ভেদে বিরহী আধার।


এখানে শকুনি রোজ ভাঙ্গছে স্বপন,
বিরান মরুতে মৃগের তৃণ অন্বেষণ!
বৃত্তে বন্দী মধ্য-স্বত্ব উপরে বা নীচে,
মারে লাথি বড় হাতি, শুল-মশা পিছে।


এই বেশ হোক ভালো চলো চলে যাই
জীবনের মানে যেথা নাই খুঁজে পাই!
নিপাতনে সন্ধির তবে কি সে কারণ,
প্রকৃত মানুষ এ ভবে আজ প্রয়োজন।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/২ সফর ১৪৪৪ হিজরি/৩০ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ।