আয়রে আমার সই
প্রাণের কথা কই,
বিশ্বভূবন মাঝে মোরা
একই ডোরে বাঁধা রই।


আয়রে তরুন দল
অন্তরে তোর বল,
‌তিমির রাতে আন ছিনিয়ে
প্রভাত রবির অনল।


আয়রে আমার চাষা
প্রাণ যে রে তোর খাসা,
শত প্রাণে অন্ন জোগাড়
নিত্য দিনের আশা।


শোন রে পাতিয়া কান
দেখ জীবনের আহবান,
উর্ধ্ব গগনে বাজিছে দামামা
নব প্রাণের সঞ্চালন।


আয়রে বাঙ্গাল বীর
নহে করে নত শির,
বিশ্বমঞ্চে উঠিব আজিকে
মনন কেবলি অধীর।


জয় বাংলা বল
মন করে ছলছল,
শত ব্যথিত বাংলা মায়ের
অন্তরে অনল।


বাংলা মোদের ভাষা
সতত কাঁদা হাসা,
বাংলা মায়ের জন্য আজিকে
কেবলি ভালবাসা।