বন্ধুরা আজ সবাই মিলে
পড়বো মজার ছড়া,
হাসি খুশির আনন্দেতে
অন্ত্যমিলের ধরা।


অ-আ ক-খ মধুর বর্ণ
মায়ের মুখের বুলি,
শাহীন স্কুলে পড়ব সবাই
খেলব যে ডাংগুলি।


বড় হয়ে দেশের সেবায়
বিলিয়ে দেব প্রাণ,
বাংলা আমার মা'র আঁচল
সুবাসিত তার ঘ্রাণ।


ভালোবাসি বাংলা তোমায়
ভালোবাসি মা,
তোমায় মাগো ছেড়ে আমি
কোথাও যাবো না।


# ২য় শ্রেণীতে অধ্যয়নরত ছেলের স্কুল দেয়ালিকার জন্য এ ছড়া #


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ/০৬ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি/২২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।