আজ মন কেন তব হায়
ক্ষনেক্ষনে বারেবারে কেঁদে যায়,
জানি'না এ মন কি চায়
তবে কি শুধুই ব্যর্থতার প্রত্যয়?


তোমায় না'বলা হৃদয়ের যত কথা
বলিবার আশে মননের মম ব্যকুলতা,
আমায় ওকি তুমি প্রিয় ভাব
পাছে ভয় সংশয় তোমায় হারাবো?


যে সুরেতে ছিল প্রেমগীত বোনা
আজ সে সুরেতে হায়েনার আনাগোনা,
বন্ধন ছিল সবে আবেগ প্রীতিময়
তবে কেন বোন আজ ধর্ষিত হয়?


ধর্মে-বর্ণে মিলে ছিল সবে বাস
কি কারনে তব তারই বনবাস?
বড় ছোট ছিল প্রীতিবন্ধন লয়ে
তবে কেন আজ মিছে ভয় সংশয়ে?


উচু-নীচু ছিল হাতে-হাত ধরে চলা
পুঁজিবাদে আজ বিষম ফারাক তোলা,
শিক্ষা ছিল যবে মনুষ্যত্বের আশ্রয়
আজ তবে কেন বিকোয় ব্যবসায়?


মায়ের মুখের শেখানো মধুর বুলি
রুধিতে পারেনি নাপাক হায়েনার হুলি,
আজ সে ভাষার করুন দশা
ছিল কি তাহা রফিকের আশা?


বিশ্ব যখন সম্মুখেতে সদা ধায়
তবে'কেন মোরা পিছনের লাগি হায়?
শহীদের রক্তে বাংলা করেছ দান
ব্যথিত এ মন তাদের করিতে সম্মান।