রোদ বৃষ্টির মেঘের ভেলায়
বর্ষা এলাে ঐ,
আম কাঁঠালের মৌ সুবাসে
লিচু গেলো কই?


টাপুর টুপুর কচু র পাতায়
কিশোর মাথায় ছাতা,
থাক পড়ে থাক পড়াশোনা
বৃষ্টি জলের খাতা।


কোলা ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ
মধুর সুরে গান,
আষাঢ় মাসে কদম ফুলের
ব্যাকুল করে প্রাণ।


নদীর বুকে নতুন জোয়ার
মিশেল পানির ঢল,
ঝাঁকে ঝাঁকে টেংরা পুঁটির
জলকেলি মাদল।


বাংলা ঋতুর প্রতিটি ক্ষণ
হরেক রকম বাঁক,
ভালবাসি মা'গো তোমায়
প্রেমের ই মৌচাক।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০২ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/১৫ জিলকদ ১৪৪৩ হিজরি/১৬ জুন ২০২২ খ্রিস্টাব্দ।