বসন্তের আগমনে প্রভাতী কিরণ
তারুণ্যে শোভিত অপরূপ সাঁজ,
হারানো বছরের বিদায়ী সম্ভাষণ
পহেলা ফাগুনে প্রকৃতির কারুকাজ!


বৈস্মিক বারুদে ভাসে ভ্যালেন্টাইন
ধ্বংসের মাঝে প্রস্ফুটিত গোলাপ,
প্রাপ্তি বিরহে অঘোষিত প্রেম আইন
মন মাঝে বালুচর প্রেমের আলাপ!


একাত্তর পেরিয়ে বাহাত্তরে ভৈরবী
শিমুলের বুক চিড়ে নতুনের আহ্বান,
ডালে ডালে শোভিত রক্ত করবী
সালাম বরকত রফিকদের সম্মান!


একই বৃন্তে বসন্ত-প্রেম রক্তে রাঙা
গোলাপে খুঁজি বিরহী ভ্যালেন্টাইন,
উপগ্রহের তরঙ্গে মায়ের ভাষা ভাঙ্গা
সভ্যতার অতলে রক্তে ভেজা মাইন!


তারই মাঝে খুঁজে ফিরি বসন্ত বাগান
তৃষিত রক্তভুমে প্রস্ফুটিত গোলাপ,
অস্তিত্বের আকর্ষণে মাতৃভাষায় গান
দুঃখ বিরহ মাঝেও প্রেমের আলাপ!


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০১ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ/০৩ শাবান ১৪৪৫ হিজরি/১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ।