আজি রবীরও বাঁশরী বাজে
বাজে, রবীরও বাঁশরী বাজে
চঞ্চল অঞ্চল রাঙে নব সাঁজে
রবীরও বাঁশরী বাজে, বাজে
রবীরও বাঁশরী বাজে।


নিশিথে পূর্ণ শশী ভরা নদী লাজে,
হাতে চুড়ি রিনিঝিনি মুগ্ধ আওয়াজে
মোহনায় মিলে নদী সলীলের ভাজে
বধু, রবীরও বাঁশরী বাজে, বাজে
রবীরও বাঁশরী বাজে।


সৃষ্টির উল্লাসে স্বপ্ন হৃদয়ে ভাসে
যৌবন কলতান উন্মুখ অভিযান
কত শত আশা বুকে বাজে
বধু,  রবীরও বাঁশরী বাজে, বাজে
রবীরও বাঁশরী বাজে।


আজি রবীরও বাঁশরী বাজে
বাজে, রবীরও বাঁশরী বাজে
চঞ্চল অঞ্চল রাঙে নব সাঁজে
রবীরও বাঁশরী বাজে, বাজে
রবীরও বাঁশরী বাজে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/১২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/১০ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।