রাতদিন চুনকাম ধোয়া মোছা কর্ম,
স্মৃতির এ সৌধ ঘিরে নবরূপ বর্ম।
বছর ঘুরেই আসে ষোল ডিসেম্বর,
শহীদের স্মৃতি মাখা শোকার্ত অন্তর।
বেদীমূল ফুলে ছাপে বেদনার অর্ঘ্য,
পর দিন ভুলি সব ই বিন্দু বিসর্গ।
একদিনে স্মৃতি স্মরি বাকি দিন বন্ধ,
এই রূপে আছি বেশ দিকভোলা অন্ধ!


মায়ের ভাষার তরে প্রাণ তাজা রক্ত,
শহীদ মিনারে কেন নেশায় আসক্ত!
আত্ম স্বার্থে যারা দেশ ভুলি কারবার,
হায়েনা হটাতে ভুমে যুদ্ধ আরবার।
শহীদের ত্যাগে ভাষা বিজয় অর্জন,
প্রতিদিন স্মৃতি ঋণ বিজয়ী গর্জন।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/১১ রবিউস সানি ১৪৪১ হিজরি/৯ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।