যাচ্ছ চলে অবহেলে যায়
যতই দিন যাক না,
শীতের রাতে লেপটা মুড়ে
কম্বলে মুখ ঢাক না।


এমনি করে বেশ'তো হলো
ঢের বেলা যায় বয়ে,
হিংসা বিদ্বেষ অনাচারে
গ্রেনেডের ক্ষত সয়ে।


জাগো মায়ের দামাল ছেলে
বিজয় মাসে ধর হাল,
নির্বাচন ঐ আসছে ধেয়ে
খোঁজ আগামী দিকপাল।


ইতিহাস বলছে তোমায়
দুশমনকে চিনে নাও,
মোহবেড়ি ভাঙ্গিয়া বাংলা
সত্য পানে হাত বাড়াও।


গড়ব প্রিয় বাংলা মা'কে
আমজনতা একই সাথে,
বিজয় মাসে বিজয় ঝন্ডা
আকাশ পানে তুলব হাতে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৫ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ/০১ রবিউস সানি ১৪৪০ হিজরী/০৯ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।