এই তো জীবন এমনি করে
যাচ্ছে ভেসে যাক না,
অস্ফুট সব বিরহের কথন
ছন্দে তে সুর পাক না!


উদার জমিন শস্য ঘামের
কাটছে ইঁদুর শিষ মূলে,
আদুরী ধন পোষা কুকুর
খামচে ধরে বিষ ফুলে!


শিক্ষা উঠান নৈতিকতা র
বাজার বিকায় অবক্ষয়,
হীম কাপ নে চিলিক চমক
আগামী কোন দিক পাখায়!


লাভের নেশায় ছুটছি সবাই
মানবতা রই ভুলে,
কি লাভ হবে মন অনুভবে
ধ্বংস যদি হয় মূলে!


এবার তবে থামে রে মন
করি সত্যের অন্বেষণ,
মানুষের তরে মানুষ ভবে
কাঁদে দেহ কাঁদে মন!


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৯ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ/২৯ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি/২৩ জানুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দ।