ভোর রাতে হলো বৃষ্টি
মন্দ নয় বৈশাখী দৃষ্টি,
প্রকৃতির ধুলো-বালি যত
করে সাফ সফেদ মত।


নয় ঝড়, বিজলীর হুঙ্কার,
কাঁপে গগন সমেত চারিধার,
প্রলয়ের ভয়ে শঙ্কিত মন
বিরুপ প্রকৃতির বিদ্রোহী কারণ?


স্রোতস্মিনী নদীর শুকিয়ে বুক
মৃত মাতৃত্বের ক্রন্দন সুখ,
বৃক্ষ নিধন চলে চারিধার
বিজলী মাতম অজানা হুঙ্কার।


হিজল তমাল তরুর শাখে
কিচির মিচির পাখির ডাকে,
আজ কেঁদে'মরে প্রকৃতির রূপ
মন'ক্লেদ করি চিতাভস্ম ধুপ।


মানুষের তরে অমানুষ মন
বৃষ্টি সফেদ হোক তনুমন,
জগতের সবে মিলে ভালবাসা
প্রকৃতি লয়ে বাঁচিবার আশা।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৪ চৈত্র ১৪২৪/১৯ রজব ১৪৩৯ হিজরী/৭ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715-244190