ছেঁড়া পাল দিক ভুলে বেসুরা বাতাস
"ভাইরাল" স্বপ্ন মনে নাচে ছা-পিচাশ,
দাবার খেলার ছলে নৌকা-ঘোড়া ফাঁস
তেলে ভিজা দপ্তর বাজারে নাভিশ্বাস,
বিশ্ব ধরায় এ কোন সভ্যতায় বাস!


কত নেবে আর কি কি করো আয়োজন
শত কোটি জীবনের কিবা প্রয়োজন,
মার শত শেল যত তোমাদের ব্রত
প্রয়োজন নেই ভবে বেশুমার ক্ষত,
নেই হেথা মানবের বাঁচিবার আশ!


প্রেম মোহে কবিতায় স্বপ্ন বুনি শত
কাঁদে প্রাণ তনু মন পাঁজরের ক্ষত,
হর-রোজ ক্ষয়ে যায় প্রাণ অবিরত
প্রতিবাদ বন্ধ হোক এ অসভ্য যত,
জাগুক এ সভ্যতায় মানবের বাস।


কতদিন রবে ভবে কত আঁশে মন
উদিত রবির আলো ডুবিবে কখন,
নায়কের প্রলোভনে ভিলেনের রণ
ভুল ভেঙ্গে জাগাও তোমারই জীবন,
মানব ভুবনে করি সভ্যতার চাষ।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩১ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ/১২ শাওয়াল ১৪৪৩ হিজরি/১৪ মে ২০২২ খ্রিস্টাব্দ।