একটু ভালবাসা দাও,
একটা কবিতা লিখতে চাই।


হাঁটা শিখতে শিখতে যখন একটু দৌড়,
একটু লাফ দেওয়া শিখছিলাম।
তখনই তুমি চলে গেলে না ফেরার দেশে,
আর তো এলে না!
জানি, আসবেনা ফিরে কোনদিন।


না শেখা দৌড়ে ঘুড়ছি জগতময়,
ব্যর্থ হব, তবুও চেষ্টা জয়ের বারংবার।


আজ,
রক্তে লুকানো ঘাতকের আস্ফালন,
মোসাহেবী মুসকভারে স্ফীত শাসন।
সংসার ভাঙ্গে কামনা দেবীর বান,
পুঁজিবাদের এবড়োথেবড়ো শ্মশান।
ব্যবসায়ীর আস্তিনে মানবের লহুছাপ,
কিশোরের সেলে অশ্লীলতার প্রতাপ।
শিক্ষিত ঘুনপোকা খাচ্ছে বইখাতা,
নব্য সভ্যতায় অধম বলছি যা-তা।


একটু ভালবাসা দাও,
একটা কবিতা লিখতে চাই।


কবিতায় ঘাতক হায়েনার মুখ উন্মোচন,
মীর জাফর মোসাহেবকে করব বিতারন।
কামনা দেবীর ছলাকলার অবসান,
শ্মশান তিমিরে অর্থ-সাম্যের আহ্বান।
শ্রষ্টা এক ধর্মের থেকে হটাব ধর্মকানা,
কলি থেকে ফুল আগামী সভ্যতার ঠিকানা।
মনুষ্য সমাজ গড়ব আদর্শ শিক্ষায়,
জ্ঞানীগুনি সব সভ্য মানবের দীক্ষায়।


একটু ভালবাসা দাও,
আমি একটা কবিতা লিখতে চাই।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৮ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ/০৯ জিলক্বদ ১৪৩৯ হিজরী/২৩ জুলাই ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190