আমি এখন ঘুমে,
ফেব্রুয়ারি মাস শুরু হলো।
আটাশ দিন থাকবে।
একুশতম দিনের শুরু থেকেই কঠিন প্রেম উথলে উঠবে!
ভাষা প্রেম, দেশ প্রেম, লেখা প্রেম, দেখা প্রেম,
সব হবে আগে ও পরে, শুধু হবে না শেখা প্রেম।
তবে কি দরকার ছিল রক্ত দেয়ার?
না দিয়ে রক্ত নিলেই তো কিছু মীর জাফরের রক্ত কমানো যেত এ বাংলা থেকে।
সাতাশ দিনের নড়বড়ে, এক দিনের টগবগে প্রেমের স্বপ্ন কি এখনি ভেঙে যাবে!
তার আগেই আজ প্রভাতে ঝাড়ু হাতে নেই।
প্রথম নিজের ঘর দিয়েই শুরু করি।
সামনের রাস্তা, পাড়া, মহল্লা, সমাজ, রাষ্ট্র কত কাজ বাকি!
হাতে মাত্র কুঁড়ি দিন, পারব তো পরিষ্কার করতে আমার বাংলাকে?
একুশে ফেব্রুয়ারি যে ভাষা শহিদের শ্রদ্ধা জানাতে হবে।
যাদের বুকের তাজা রক্তের দামে আমার ভাষা,
আমার মা বাংলা।
মা আমি তোমায় ভালোবাসি।
আমার বাংলা মা।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৯ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/২৫ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরি/০১ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।