অতীতের শোক তাপ তব ছিন্ন করে,
আসিবে পথিক নব আলোক শিয়রে।
কুচক্রীজাল ছিন্নের ব্যর্থ চেষ্টা শত,
রুদ্ধশ্বাস চেষ্টা তব চলে অবিরত।
শৃঙ্খল বেরি আজও রুধিতে পারিনি,
বেঁচে আছি মরে মরে আশাতো ছাড়িনি।


বাঁচিবার চাই আলো বাঁচিবার আশা,
শত বেড়ি রুধিবে কি মননের ভাষা?
তোমারই জন্য তবে আমি বেঁচে রই,
শত ব্যাথা অকাতরে এ বুকেতে সই।
মনের মন্দিরে সদা করি আরাধনা,
শুভ প্রীত ও প্রনয়েতে কাব্য রচনা।


মনের লুকায়িত যত শক্তি সাধনা,
আশা ভাষা ভালবাসায় কাব্য রচনা।