বিরহ-বিধুর ছিল কাল রাতে
নিদ ছিল'না মোর আঁখিপাতে,
প্রিয়া তোমায় খুঁজেছি সে'প্রাতে
অমানিষা ঘোর অাঁধারের সাথে।


বেদনার্ত ভগ্নি মোর প্রিয়লোক
কত'না রূপেতে হায়েনার লোক,
কিভাবে ফেরাবো সম্মান তার
ব্যথাতুর মোর হৃদয়ের ভার।


স্বাধীনতার জন্য বীরঙ্গনা তুমি
শত প্রণামী তোমাতেই নমি,
আজ বিদায়ের তিথিতে স্মরি
তোমার ত্যাগেতে এ'দেশ গড়ি।


আজও কেবলি সইব সবি
দেখিব কবে প্রভাতের রবি?
রঙ্গীন গান'গাহে কোন কবি
শহীদ রক্তে এ'দেশে সবি?


আর কত প্রাণ বলিয়ান
আর কত চাই সম্ভ্রম?
ক্ষীন স্বার্থের লাগিয়া ব্যস্ত
হবে কবে তব মতিভ্রম?


কোকিল ডাকে নিশিরাত ভর
আসিবে কখন প্রিয়া আমার,
তোমারই আশে ঘুমহীন রাত
জীবন তবে'কি এমনি প্রপাত?


এক'রাত চাই ঘুমাতে বিভোর
প্রিয়তমা সাথে লয়ে বাহুডোর,
পুঁজি সে'রাতে স্বাধীনতার স্বাদ
ভাবনা কি'গো মিছে বরবাদ।


বীরঙ্গনা বলে স্বপ্নে কানেকানে
রক্ত শহীদের জীবনের আহ্বানে,
জেগে ওঠো'হে দামাল মুক্তি
অন্যায়'সনে নহে কোন চুক্তি।


এ প্রিয়দেশ যে আমার
তবে গড়বে কোন চামার?
ভাইয়ের রক্ত বোনের সম্মান
চল গড়ি, এ'দেশ মহান।


স্থান: সাভার, ঢাকা।
E-mail: zahidmadaripur@gmail.com