তোমার শুভ জন্মদিন আসে
আজও মন অপেক্ষায়,
বাঁধভাঙা উল্লাসে ভাঙে ঢেউ
ব্যর্থ চোরাবালি প্রত্যয়।


মসজিদ প্যাগোডা মাখে লাল
ধর্মতলে অস্ত্র ব্যবসা,
স্রষ্টার বাণী সৃষ্টির কাহিনী
শাস্ত্রের জ্বলা তাঁরা খশা।


মনের লালন নেইকো মনে
স্বার্থ সূর ডামাডোল,
ক্ষমতা দম্ভ আজব আরম্ভ
ধর্ম বেসুরো কলরোল।


সভ্য অসভ্য কোন'জনা ভব্য,
কোন সে'রীতি তব খাঁটি,
হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ
কতনা রূপে পরিপাটি।


জগত ধ্বংসী এ আয়োজন
এখনই যদি না থামে,
ওহে সেনাপতি তোমার গতি
আগামীর ঐ নীল খামে।


পৃথিবী সৃষ্টি মানবের তরে
একত্রে মিলে সবে বাস,
একই পৃথিবী স্রষ্টাও এক
ছড়াও চরিত্রে সুবাস।


ক্ষমতাসীন আরাম কেদারা
একদিন তো যাবে ক্ষয়ে,
ধর্ম বিদ্বেষ রাহাজানি দম্ভ
অবেলা বেলা যায় বয়ে।


কেন বিভেদ মানবতা মাঝে
আজ ধ্বংস আস্ফালন?
সাদা কালো ভেদ, রক্ত একই
কেন মানবে বিভাজন?


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩ চৈত্র ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ/০৯ রজব ১৪৪০ হিজরি/১৭ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দ।