যাও পাখি বলো এ মন ছলছল
প্রিয়া কি আমার হেসেছে,
পার ভাঙা ঢেউ দেখেনিতো কেউ,
আমায় কি ভালোবেসেছে!


মাশকারা সুখে মরি পোড়ামুখে
নয়নে নয়ন রাখা ভার,
ভাত মাছ দাবি কোমরের চাবি
মন ভাঙ্গে আমার প্রিয়ার।


রাত দিন ঘামে ভোট নীল খামে
কেড়েই নিলে দাবি তার,
কথা চোখে মুখে প্রেম ভরা বুকে
এই কি ছিলো অধিকার!


লাল পাড়ে শাড়ি সবুজের চুড়ি
রিনিঝিনি ছন্দের তাল,
কোমড়ের দোল ধিন তাতা বোল
এ হৃদয় বিজলী মাতাল।


মালকোছা লাভে বুক উঁচা ভাবে
ছন্দ হারা কোন সুর,
আর কত মিছে মরিচিকা পিছে
খুঁজি মোর প্রিয়া কতদূর।


রাফি ঝরে যায় তনুপ্রিয়া তায়
মানবতা কাঁদে লজ্জায়,
আর কত প্রাণ হলে বলিদান
জীবনের মূল্য কোথায়?


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৮ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ/০৪ শাবান ১৪৪০ হিজরি/১১ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।