বসন্তের ঐ আশেরে বন্ধু নাও ভাসাইলাম গাঙে .(II)
এখন দেখি আমার বন্ধু এখন দেখি বন্ধু আমার
উল্টো বইঠা টানেরে বন্ধু নাও ভাসাইলাম গাঙে।


কোকিল সুরে প্রেমেরই গান শুনতে চায় অন্তর . (II)
চাইয়া দেখি বন্ধু আমার গ্রীষ্ম তাপে এ মন আমার
তপ্ত বালুচর রে বন্ধু তপ্ত বালুচর।


মন যে হতাশ বারোটা মাস বসন্তেরই আশে . (II)
সখের জীবন গেল ভাসি এই না জীবন যায় যে ভাসি
বিরহী বাতাসে রে বন্ধু বসন্তেরই আশে।


বসন্তের ঐ আশে বন্ধু নাও ভাসাইলাম গাঙে .(II)
এখন দেখি আমার বন্ধু এখন দেখি বন্ধু আমার
উল্টা বৈঠা টানেরে বন্ধু নাও ভাসাইলাম গাঙে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১১ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/১৬ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/২৫ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।