মনের গহীন কোনে স্মৃতিপটে অনুরণে শৈশব কাল
মধুর ছিলো সে ক্ষন তনু মন শিহরণ স্মরণে অতল,
মায়ের মুখের বোল হামাগুড়ি ডামাডোল কথা বলা শেখা
সময়ের প্রয়োজনে নানাবিধ আয়োজনে জীবনকে দেখা।


বাল্যকালের স্মৃতি আদেশ নিষেধ প্রীতি মধুর লগন
পাঠ ভুলে স্কুলে কান মলা ঢের হলে অ-আ ক-খ মন,
খেলায় পাগল প্রাণ মন করে আনচান বন্ধুদের মিছিলে
প্রাইমারী চৌকাঠ নামতা ও ধারা পাঠ মুখে তুলে নিলে।


কৈশোরের আগমন বয়ঃসন্ধি-র শিহরণ উড়িবার ডানা
পরিবর্তনের বেড় সময়ের হেরফের যৌবনের হানা,
ঋতুস্রাব স্বপ্নদোষ নবোদয়ে পরিতোষ অজানা সীমানা
শিশুকাল চলে গেল এই সবে শুরু হলো নতুন ঠিকানা।


বলে বীর বলবান যেই রূপে সম্মান আয়োজনের ছন্দ
কচু পাতার পানি যৌবনের হাতছানি ভালাে নয় মন্দ,
শ্রেষ্ঠ সেই ক্ষণকাল জীবনের হালচাল যেই সুরে গায়
জীবন এ তরণী তার ধীরে নয় দুর্বার সেই দিকে ধায়।


প্রৌঢত্বের সুর ক্ষয়ে যাওয়া সুমধুর গ্রামোফোনের গান
এই বুঝি চলে গেল সময় তো বেশ হলো সাঁঝ বাতি ঘ্রাণ,
সলতের কেরােসিন রং চটা তার্পিন হাতা ভাঙ্গা চেয়ার
বসে না তো আর ঠিক দরবার চৌদিক ক্ষমতার পেয়ার!


বার্ধক্যের ফিতে পরপারে সংগীতে অপেক্ষায় আয়োজন
রোগ শোক জ্বরা-ব্যাধি অবহেলা বিবাদী ভাঙ্গা এই মন,
ক্ষণ গনা শুরু হলো কার আগে কে গেল সাথে নিলে কি
এভাবে এমনি করে শুরু থেকে শেষ পরে কিছু তো বুঝিনি!


কাল কাল কত কাল জীবনের হালচাল ক্ষণ হারিয়ে গেলে
শত প্রেম শত প্রীতি বিরহের কত রীতি বৃদ্ধাশ্রমে অবহেলে!
চোরাকাঁটা চৌদিক যা করো তাই ঠিক প্রতিদান যেদিন পাবে
আসবে না ফিরে আর সময় সম্ভার জীবন প্রদীপ নিভে যাবে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৮ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/০৭ রবিউস সানি ১৪৪৪ হিজরি/০৩ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।