যুথি মঞ্জরী আঁচলে জড়ায়ে
বিরহী শ্রাবণ ঢল,
কেমনে গড়েছ অন্য আসরে
প্রেমের তাজমহল?


কত না যতনে স্বপ্নের বেদী
গেঁথেছিলে মন মাঝে,
কেন এই ক্ষণে মিথ্যে যতনে
বিরহের বীণা বাঁজে।


তোমার সকল প্রেম পিয়াসী
মনভোলা সেই সুর,
ছিলো কি কেবলি মিথ্যে প্রণয়
আজ তুমি কতদূর!


ভালবাসা নয় ছলনা মন
ভাঙ্গার কি দরকার!
ভালবাস তাকে ঐক্য শপথে
প্রেমডোরে বাঁধিবার।


ভেঙ্গো না কারোর মন মন্দিরা
ভেঙ্গো না স্বপ্নের আশ,
যাপিত কামনা তব তোমা লাগি
সুখে থেকো পরবাশ।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৪ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ/০৫ রজব ১৪৪৫ হিজরি/১৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ।