শোন মহিদুল চালাকি কর না। এবার
আমায় উদ্ধার কর। আমি মনে হয়
আর পারব না। মা খুবই অসুস্থ্য
বাবাও ভাল নেই। আত্মীয়রাও
খুব চাপ দিচ্ছে। পাশের গ্রামে
শফিক নামে এক ছেলের
সম্বন্ধ এসেছে। সে নাকি
বিলাত থাকে। অনেক
টাকার মালিক সে।
আর কত কাল?
তবে কি আমি
তোমারই
সঙ্গিনী
হবো
না?
..
..
হ্যাঁ
শোন,
আমার
জেসমিন।
তুমিই বল,
তুমি ছাড়া আর
কেউ আছে আমার?
আমি শুধু তোমাকেই
ভালবাসি। আর কেউ কি
আমার হবে? আমার বাবা
বৃদ্ধ। মা ও বিছানায় পড়েছে।
নতুন চাকরী। চব্বিশ হাজার
বেতন। ছোটনের পড়ার খরচ,
মা-র ঔষধ, সংসার খরচ বাড়ে,
আর মাত্র দু'টি বছর দাওনা আমায়..


(পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারনে আপনার সংযোগটি এই মুহুর্তে বিচ্ছিন্ন করা হলো।)


### আমার অত্যন্ত প্রিয় এক কলিগ/বন্ধু-কে আমার পক্ষ থেকে ক্ষুদ্র এ উপহার ###