প্রভাতী কুয়াশা শীত আগমনী গান,
সুপ্তিবৃত্ত লুব্ধকের অরূণেই প্রাণ।
আঁচলের মায়াটান পাড় অতি ছোট,
হাত ঢাকে পা যে কাঁপে কলিদল ফোট।
অট্টালিকা সীমারেখা ছেদ নাহি হলে
কেঁপেছে কি তার ঠোট কস্মিতও কালে!
খেজুরের রসে স্বাদ ভ্রমরের গান,
পুঁজি প্রাণ ঠোটে পান নিঃস্বে অভিমান।


এক হাত এক বল সব বল মিলে,
শীতের প্রভাতে চল পায়েশ মিছিলে।
ছোট বড় সবে মিলে মানব এ মন,
সকলের শীত বস্ত্র করি আয়োজন।
মানবের তরে চলো সাজাই জীবন,
শীত ভোর শিশিরের বিরহী ক্রন্দন।


# লুব্ধক- কুকুর, সুপ্তি- ঘুম, বৃত্ত- গোলাকার।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৯ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/৬ রবিউস সানি ১৪৪১ হিজরি/৪ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।