আজ এখানে হরেক নাটক ব্যবসা জমাট বেশ,
যেমন তেমন এমন কেমন নেই মনের আবেশ।
কফি হাউজ কেমন আছে সেই সে গানের সুর,
সকাল বিকাল কন্ঠে পাখির হয় কি গো মধুর!
ফলমুল সব পাচ্ছে জীবন ফরমালিনের তরে,
পঁচবে কি লাশ গোরস্থানে যাচ্ছে জীবন ছেড়ে।
প্রতিবাদের বিদ্রোহী মন তোষামোদের ঘোরে,
অর্থনীতিই জীবন গতি আদর্শ থাক দূরে।
রূপ বিকিনি মন্দাকিনীর রূপের বাজার চড়া,
চরিত্র থাক রূপের ছায়ে অনল ধুপে পোড়া।
পদ্মার বুকে বালুর পাহাড় গরু ভক্তিই সার,
নীতি ছেড়ে নেতা খোঁজেন আলাদিনের চেয়ার।
নিবেই যখন নাও না তুলে অভাগিণীর ভার,
দেখবো তুমি কেমন নেতা না শুধুই অসার।
মনের মাঝে সকাল সাঁঝে অমানিশার ভয়,
আসুক ফিরে সমাজ মাঝে মানবতার জয়।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১০ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/২৬ সফর ১৪৪১ হিজরি/২৬ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।