তোমায় মা'গো করলে স্মরণ
চোখ ভেসে যায় জলে,
কোথায় আছো কেমন আছো
বিরহ এ অন্তর তলে!


কেউ আর মা'গো তোমার মত
নেয় না আমার খোঁজ,
কি খেয়েছিস, কেমন আছিস
আশ্বাসে র সেই বুঝ!


তোমার শাসন তোমার সোহাগ
তোমার ভালবাসা,
হারিয়ে তোমায় খুঁজছি সদাই
মন ভাঙে মিছে আশা!


তোমার বুকে পরম সুখে
ফেলে আসা সেই দিন,
কেমন করে করবো পূরণ
ভালবাসার ঐ ঋণ!


চরণ তলে তোমার'ই মাগো
দিও আমায় ঠাঁই,
তোমায় হীনা এই অভাগা র
কোন জায়গা নাই।


প্রভু তোমায় করছি আরজ
আমার পুণ্য যত,
যত্নে রেখাে আমার মা'কে
তার কোলে র-ই মত।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ/১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি/২৯ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।


'অভিযাত্রিক-২০২৪'