ও.........আসার সময়...
আসার সময় জান'রে বন্ধু
যাওয়ার সময় নাই.......
যাওয়ার সময় জানা নাই।


তবু কেন?.................
তবু কেন করছি সবে....
দুনিয়ার বড়াই...........
এই দুনিয়ার বড়াই.....।


আসার সময় ..............
আসার সময় জান'রে বন্ধু
যাওয়ার সময় নাই.......
যাওয়ার সময় জানা নাই।


ও মন এসেছিলি......
তুই এসেছিলি.........
এসেছিলি খালি হাতে
সুন্দর এ ধরাতে......


কি'বা দিলি কি'বা নিলি.....
কি'বা দিলি.. কি'বা নিলি...
যাবে'কে তোর সাথে রে'মন
যাবে কে তোর সাথে?......


কতই আশা সুখের বাসা..
ও মন... মন রে আমার ..
কত আশা সুখের বাসা ...
করলি যতন করে.........।


আজ এ'হেলায় ................
আজ এ হেলায় যাবার বেলায়
সবাই গেল সরে রে মন......
সবাই গেল সরে..............।


জাহিদ মনা কেন্দে বলে..............
সময় জানা নাই.......................
এই না বুঝি বাজল আমার ..........
আখেরী সানাই... বিদায়ের সানাই..।


আসার সময় ..............
আসার সময় জান'রে বন্ধু
যাওয়ার সময় নাই.......
যাওয়ার সময় জানা নাই।


তবু কেন?.................
তবু কেন করছি সবে....
দুনিয়ার বড়াই...........
এই দুনিয়ার বড়াই.....।


আসার সময় ..............
আসার সময় জান'রে বন্ধু
যাওয়ার সময় নাই.......
যাওয়ার সময় জানা নাই।


E-mail: zahidmadaripur@gmail.com


১। অভাব/স্বভাব (১৫.০৩ প্রকাশের ইচ্ছা রইল)


একটা গাভীর দুইটা বাছুর
জন্মিল সাঁঝ বেলা,
কৃষক ভাইয়ের হৃদয়ে স্বপ্ন
ঝিলিক মাতম খেলা।


কৃষানী যত্নে বাছুর দু'টোকে
জন্মরক্ত করে সাফ,
এবার বুঝি ঘুচবে তাদের
অভাবের ঋণ মাফ।


কৃষক ছেলে দিনমান ধরে
বাছুরের সনে খেলা,
আনন্দেতে যাচ্ছে কেটে
সকাল সন্ধ্যা বেলা।


কৃষকের তরে কাঁচাপাকা খড়
দুধেল গাভীতে খায়,
বাছুর-ছানা ও কৃষানীর ছেলে
ওলান পানেতে চায়।


গাভীর দুগ্ধ খাবে'কি বাছুরে
কিংবা কৃষক ছেলে?
মাতুব্বরের নাতি হচ্ছে বড়
কেজি খানেক না'দিলে।


সুদখোর মহাজন কৃষককে বলে
বাছুরের বয়স কত?
সুদ-আসলে ঋণের বােঝা
হাজার ত্রিশের মত।


বিনয়ে কৃষক মহাজনকে বলে
একটু সবুর করি,
কতক পরেতে গাভী বেচি'বো
বাছুরের রশি ধরি।


ছ'মাস পরে দু'বাছুরে হবে
এক গাভী এক ষাঁড়,
মা'গাভী বেচিয়া ঋণের বোঝা
হইব এবার পার।


মাতুব্বর ছাড়ে'না গাভীর ওলান
মহাজন বাছুরের রশি,
কৃষান-কৃষানী খুঁজিয়া ফিরিছে
গলায় দেবার রশি।


এভাবে করিয়া রশি টানাটানি
মাতুব্বর নেয় গাভী,
বাছুর'সমেত কিছু টাকা দিয়ে
মহাজনে ঋণ নি'দাবী।


গাভী বাছুর কৃষকের স্বপ্ন
উহাদের পেটে গেলে,
কৃষানী ছেলে দিনমান ঘুরে
অন্ন কোথায় মেলে?


## ওলান= গাভীর দুধের বান ##